CSE (Computer Science & Engineering) পড়ার
আগে যেগুলো অবশ্যই মাথায়
রাখতে হবে--
আজকাল সবার মুখে মুখে সিএসই আর
সিএসই।
বাংলাদেশে সবচেয়ে বেশি যে
ইঞ্জিনিয়ারিং নিয়ে ছাত্র-
ছাত্রীরা পড়তে আগ্রহ প্রকাশ করে
বা পড়াশোনা করে তা হল-CSE
(Computer Science & Engineering). এই বিষয়টি
একটি চমৎকার বিষয়। নাম
শুনেই অনেকে এই সাব্জেক্ট পড়ার
জন্য ঝাপিয়ে পড়ে। অনেকের এই
সাব্জেক্ট নিয়ে অনেক
ফ্যান্টাসি
থাকে। বিভিন্ন মুভিতে
হ্যাকারদের দেখে অনুপ্রেরনা
পায়, আমার এক ফ্রেন্ড HAPPY NEW YEAR
এর হ্যাকিং দেইখা সিএসই পড়ছে
এখন খালি কান্দে। বাস্তব জীবনে
CSE যে কত কঠিন এবং মননশীল একটি
বিষয় তা কিছুদিন ক্লাস করার পর
বুঝা যায়।
যারা এইবার H.S.C পরীক্ষা
দিয়েছো বা ২য় বার
ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও
এবং যারা এইচএসসি লেভেলের
নিচে আছো তাদের
উদ্দেশ্যে বলি-
CSE পড়তে হলে
তোমাদের সবচেয়ে যে বিষয়টি
গুরুত্ত দিতে হবে তা হল-
*গনিতে দক্ষতা
* লজিকাল অপারেশন
* ইলেক্ট্রনিক্স
* পরিশ্রম
* ধৈর্য
এইগুলা না থাকলে দয়া করে সিএসই
এর কথা চিন্তাও কইরো না ভাই।
কেউ যদি মনে করে যে গনিত বাদ
দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাবে
তাহলে সে বোকার রাজ্যে বাস
করছে। তাই তোমাদের চোখে
আঙ্গুল দিয়ে দেখাতে গনিতের
কিছু কোর্সের নাম নিচে দিলাম-
*Calculus
*Matrix
*Discrete Mathematics
*Number Theory
*Geometry & Vector analysis
*Laplace Transform
উপরের কোর্সগুলো একেকটা
সাগরসম। তাই কেউ যদি মনে করে
যে ভর্তি হলাম আর ইঞ্জিনিয়ার
হয়ে গেলাম তাহলে সে ৪ বছরের
কোর্স শেষে কম্পিউটারের ইঞ্জিন
পরিস্কার করবে। এই কোর্সগুলো
ছাড়াও আরো প্রায় ১৫-২০ টার মত
মেজর কোর্স কমপ্লিট করা লাগবে।
এবং সত্যিকার অর্থে যদি কেউ
কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়
তাহলে এই মনমানসিকতা তার
মাঝে থাকতে হবে যে আমি
ইঞ্জিনিয়ার হবই। এবং সাথে
থাকতে হবে প্রচুর ধৈর্য এবং
পরিশ্রম।
তাই, ছোট ভাই বোনদের কাছে
অনুরোধ শুধু শখের বসে Computer Engineer
হইতে যেয়োনা। যখন
কোর্সগুলো ভার্সিটিতে করানো
হবে তখন সত্যি বুঝতে পারবা
নাকের জল আর চোখের জল এক
কিভাবে হয়। বাংলাদেশে অনেক
অনেক ভাল
কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রয়োজন।
তাই, আমরা চাই মেধাবীরা এই
বিষয়টি বেছে নিয়ে দেশের তথ্য-
প্রযুক্তিকে অনেক সমৃদ্ধ করবে।
আমাদের দেশের ছেলেমেয়েরা
এখন গুগল,ইয়াহু,মাইক্রোসফট,ইএ
গেমসসহ অনেক বড় বড় প্রতিষ্ঠান এ
কাজ করে। এমন একটা দিন আসবে
যখন আমাদের এমন প্রতিষ্ঠান
থাকবে।
তাই ভালবেসে এবং নিবেদন
থেকে এই প্রফেশন বেছে নাও।
শখের বসে কিংবা ফ্যান্টাসি
থেকে নয়।
তথ্য-প্রযুক্তি ছাড়া এখন উন্নতি সম্ভব
না।
তাই এদেশের মেধাবীদের উচিৎ
তথ্য-প্রযুক্তি গত পড়াশোনা এর
দিকে নজর দেওয়া।
ম্যাথ করতে যদি তুমার ভালো
লাগে মানে গণিত যদি
ভালোবাসো তাহলে তুমাকে
ওয়েলকাম।
মনে রাখবা কে সিএসই Applied Math ও
বলা হয়।
সবার জন্য শুভ কামনা রইলো
Md Shawon Sikder
Department of Computer Science & Engineering
University of Dhaka
0 comments:
Post a Comment